Thursday 29 August 2013

প্যাপিরাস (১)/ রাজর্ষি মজুমদার
=====================

“ It was raining when you came ”
অঝোর ঝরাও তোমার ঝরঝর,
সিক্ত হোক আমার আগামী কয়েক জন্মের ধুলো।
আর তুমি মন্থর কর হিমালয়ের অন্তিমলগ্ন।

“ The number you are calling is currently . . . ”
কথারা খুঁজে নিক সুগন্ধি স্বকীয়তা।
সরলরেখায় বয়ে চলুক তোমার অস্থির অবয়ব –
ঠিক যেমনি মদ্যপানের পর তুমি আমায় চুমু খাওনি।

“ The subsequence is not convergent ”
আমার আগতকালে তুমি আছ নাকি তা অজানা।
হাওয়ারা সে পথে শিরোনামহীন।
সময় মুছে ফেলেছে তার দিনবদলের প্যাপিরাস।
--------------------------------------------------------------
সেই কুকুরটি আর বল নিয়ে ফেরত আসতে পারেনি। তার আগেই শিরদাঁড়া ভেঙ্গে নেমে গেছে তপ্ত দিন; কিছু পোড়া হাড়ের টুকরো ছড়িয়ে পড়ে আছে।কাকেরাও তা ছোঁয়নি –আসলে এ দিয়ে বার বি কিউ হয়না।